ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে সশস্ত্র ড্রোন কিনছে
- By N/A --
- 15 October, 2024
ভারত সামরিক ড্রোন কেনার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। মঙ্গলবার দুই দেশের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির আওতায় ওয়াশিংটনের কাছ থেকে ৩১টি সশস্ত্র ‘এমকিউ-৯বি স্কাই-গার্ডিয়ান’ এবং ‘সি-গার্ডিয়ান হাই অল্টিচিউড লং এনডিউরেন্স’ (এইচএএলই) ড্রোন কিনবে নয়াদিল্লি।
২০১৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই দুই ধরনের ড্রোন কেনার আলোচনা চলছিল। গত বছর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফর করেন, এবং সফরের আগেই ড্রোন কেনার বিষয়ে অনুমোদন দেয় ভারত সরকার। চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ বিষয়টিতে সবুজ সংকেত দেয়।
রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ভারত মহাসাগরীয় অঞ্চলে এই ড্রোনগুলো ব্যবহার করবে ভারতীয় নৌবাহিনী, যা দেশের নজরদারি ও গোয়েন্দা সক্ষমতা বাড়াতে সাহায্য করবে। পাশাপাশি, এই চুক্তির মাধ্যমে ভারতে রাশিয়ার সামরিক সরঞ্জাম কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা কিছুটা সফল হয়েছে।